ধারা-৩৯ (বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি, ইত্যাদির দণ্ড):মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
( ২০১৮ সনের ৬৩ নং আইন )
পঞ্চম অধ্যায়
অপরাধ ও দণ্ড
বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি, ইত্যাদির দণ্ড
৩৯। যদি তল্লাশি,
আটক অথবা গ্রেফতার করিবার ক্ষমতাসম্পন্ন কোনো অফিসার-
(ক)
সন্দেহ করিবার যুক্তিসংগত কোনো কারণ ব্যতিরেকে তল্লাশির নামে কোনো স্থানে প্রবেশ করেন ও তল্লাশি চালান,
(খ)
হয়রানিমূলকভাবে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশি করিবার নামে কোনো ব্যক্তির কোনো সম্পদ আটক করেন,
এবং
(গ)
কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করেন অথবা গ্রেফতার করেন,
তাহা হইলে তিনি
অনূর্ধ্ব ১ (এক) বৎসর কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।
https://judicialmagistratenazmulhasan.blogspot.com/
https://independent.academia.edu/NazmulHasan222
Comments
Post a Comment