BJS প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার টিপস: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

 "BJS প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার টিপস: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ"

. পরীক্ষার কৌশল: আইন দিয়ে শুরু করুন 📚

জুডিসিয়ারিতে যখন আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দেন, সেখানে কিছু জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যারা একাধিকবার প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি আর যারা নতুন- এবার প্রথম প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন তাদের সকলের জন্য আজকের লেখাটি গুরুত্বপূর্ণ আপনি যখনই পরীক্ষাতে বসবেন, প্রশ্ন যখন সলভ করা শুরু করবেন তখন আপনি  অবশ্যই দেখবেন যে আপনার পরীক্ষার প্রশ্নটি কি দিয়ে শুরু হচ্ছে মনে করেন, আপনার যে প্রশ্ন পেয়েছেন সেখানে প্রথমে আছে গণিত আপনি কিন্তু প্রথমেই গণিত অংশ দিয়ে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সল্ভ শুরু করবেন না কারণ হলো- কিছু কিছু গণিতের উত্তর থাকেকোনটিই নয় 

সেক্ষেত্রে আপনি যদি অনেক চেষ্টাও করেন উত্তরটা কিন্তু আপনি পাচ্ছেন না এমনও হতে পারে যে একটা গণিতের যে অপশন () () () () দেওয়া আছে তার ভিতর উত্তরটা নেই। এরকম হতে পারে।সুতরাং আপনার উচিত হবে আপনি প্রথমে আইনের যে অংশ আছে সেখান থেকে প্রশ্নের উত্তর শুরু করবেন

. .এম.আর. শিটে সাধারণ ভুল ✍️

প্রশ্নের উত্তর দাগানোর ক্ষেত্রে একটা ভুল অনেকেরই হয়। দেখা যাচ্ছে যে বিশ নম্বর প্রশ্নের উত্তর উত্তর হবে (), আপনি এটা জানেন। আপনি যখন .এম.আর. শিটে উত্তরটি পূরণ করছেন তখন আপনি ভুলক্রমে পূরণ করে ফেললেন () আপনি জানা সত্ত্বেও উত্তরটি ভুল করলেন। এটা শুধু আপনার সমস্যা নয় এটা অনেকেরই সমস্যা এবং এটি একটি কমন সমস্যা। আপনি এই সমস্যাটা Find out করতে পেরেছেন এটা কিন্তু একটা পার্ট ;আপনি কিন্তু এই সমস্যাটা কিভাবে সলভ করতে হবে এটা এখন জানবেন আপনার উচিত হবে প্রিলিমিনারি পরীক্ষায় বসার আগে যথেষ্ট সংখ্যক মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্টের  উপর বাজারে যে বইগুলো আছে সেগুলো কিনতে পারেন এবং অনেক প্রতিষ্ঠান আছে যারা এম.সি.কিউ. প্রিলিমিনারি পরীক্ষার আদলে পরীক্ষা নিয়ে থাকেন। আপনি জেনে বুঝে যেটা আপনার জন্য ভালো মনে হয় সেখানে পরীক্ষা দিবেন অথবা নিজে বই কিনে প্রস্তুতি নিবেন। কিন্তু আপনার এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই সমস্যাটা  অর্থাৎ  প্রশ্নের উত্তর আপনি জানেন কিন্তু ভুলক্রমে .এম.আর. শিটে অন্যটা পূরণ করছেন এই ভুল যেন না হয় সেটা খেয়াল রাখবেন।

. পরীক্ষার সময় প্রশ্নের সঠিক অর্ডার নির্ধারণ 📊

আইনের অংশ পূরণ করার পর আপনি বাংলা অংশ পূরণ করবেন।তারপরে আসবেন সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে।  তারপরে আপনি পূরণ করবেন ইংরেজী এবং তারপর বিজ্ঞান অংশ সবশেষে পূরণ করবেন গণিতের অংশ এরপর আপনি দেখবেন যে টোটাল কয়টা MCQ আপনার সঠিক হলো। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন সলভ করবেন প্রথম স্টেপে আপনি রিক্স নেবেন না। তার মানে হল যে প্রশ্নগুলোর উত্তর আপনি 100% Sure নন সে প্রশ্নগুলো কিন্তু প্রথমে দাগাবেন না আপনি প্রথমবার 100% যেগুলো Sure সেগুলো দাগানোর পর গুণে দেখবেন। যদি দেখেন এই যে, ফাস্ট ধাপে আপনি তিরিশটা অথবা চল্লিশটা দাগিয়েছেন এবং এগুলা আপনি Sure তাহলে পরের ধাপে যেগুলো আপনি জানেন কিন্তু এখন মনে পড়ছে না অথবা আপনি ১০০% Sure নন সেগুলো একটু চিন্তাভাবনা করে দাগানোর চেষ্টা করেন। তারপরে আবার গুণে দেখেন যে আপনার এমসিকিউ টোটাল কয়টা হল। আপনি যদি এই প্রক্রিয়াতে MCQ গুলো পূরণ করেন তাহলে  নেগেটিভ মার্কিং এর ইফেক্টটা আপনার উপর অনেকটাই কম পড়বে।

. নেগেটিভ মার্কিংয়ে সতর্ক থাকুন এবং সেট কোড ⚖️

আপনি এমসিকিউ দাগানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ আপনাকে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে, আপনার প্রশ্নেরসেট কোড এটা অবশ্যই সঠিকভাবে দেখে পূরণ করবেন। সেট কোড যদি ভুল হয় আপনি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। আর প্রিলিমিনারি পরীক্ষাতে সাধারণত যে প্রশ্নগুলো করা হয় সেগুলো সাধারণত আপনাকে পরবর্তী পরীক্ষাগুলো থেকে বাদ দেওয়ার জন্য করা হয়। সেহেতু আপনি এটা বলতে পারবেন না যে, এই প্রশ্নটাই প্রিলিমিনারি পরীক্ষাতে আসবে। সেক্ষেত্রে অনেকেই যারা শর্ট সাজেশন/ হট সাজেশন follow করেন এগুলা বাদ দেন। আপনার পরীক্ষা যদি ভাল হয় ক্রেডিট আপনার আর আপনার পরীক্ষা যদি খারাপ হয় ডিসক্রেডিট কিন্তু আপনার। এটাই চরম বাস্তবতা।

. নিয়মিত রিভিশন করুন 🔄

আর প্রিলিমিনারি পরীক্ষাতে ভালো করার জন্য আপনাকে একইরকম ইনফরমেশন গুলো বারবার রিভিশন দিতে হবে। এটা প্রিলিমিনারি পরীক্ষার ভালো করার একটা উপায় আর জন্য আপনি আগে থেকেই এই ব্যাপারে প্রস্তুতি নিবেন যেন লাস্ট মোমেন্টে আপনার রিভিশন দিতে সহজ হয়। এভাবে ইনফরমেশন গুলো আপনি সাজাবেন অথবা লিখে রাখবেন। আর প্রিলিমিনারি পরীক্ষার সময় আপনি বেশি ভয় পাবেন না বা জানা উত্তর ভুল করে আসবেন না। জানা উত্তর যদি আপনি ভুল করে আসেন তাহলে এটা আপনার পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আর প্রিলিমিনারি পরীক্ষা দিনের যে সময়েই হোক না কেন, আপনি চেষ্টা করবেন ভোরের দিকে উঠে যে ইনফরমেশন গুলো কনফিউজিং মনে হয় আপনার কাছে সেই ইনফরমেশন গুলো বারবার দেখা। তাহলে আপনার পরীক্ষার সময় প্রশ্নগুলো যদি আসে তাহলে আপনি ভালোভাবে  সেগুলোর উত্তর করতে পারেন। উদাহরণস্বরূপ, সাজার পরিমাণ বিভিন্ন অপরাধের জন‌্য ভিন্ন ভিন্ন আইনে ভিন্ন ভিন্ন থাকে। এই ইনফরমেশন গুলো আপনি লক্ষ্য রাখবেন। নতুন কোন আইন সংশোধন হয়ে থাকলে অথবা নতুন কোন আইন পাশ হয়ে থাকলে সেগুলো থেকে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এই জিনিসগুলো ভালো করে দেখবেন আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ।

By: Nazmul Hasan

Senior Judicial Magistrate

11th BJS (7th in Merit List)

🏆 Prime Minister’s Gold Medalist (2017)
🏅 Agrani Bank Academic Gold Medalist (2023)

Author’s E-book: A Guide to Excelling in the 18th BJS Exam

Nazmul Hasan is also the author of the e-book "Comprehensive Strategy for Excelling in the 18th Bangladesh Judicial Service Examination". This pioneering work is the first-ever e-book in Bangladesh dedicated to BJS exam preparation. The book has been widely praised and attracted a large number of candidates, providing them with effective strategies, valuable insights, and a structured approach to excel in the challenging BJS examination.

Comments

Popular posts from this blog

17th BJS Viva Preparation by Judge Nazmul Hasan.

100 Legal Maxims for 18th BJS Exam and Law Students.