বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা: প্রস্তুতির সঠিক কৌশল
বিজেএস
প্রিলিমিনারি পরীক্ষা: প্রস্তুতির সঠিক কৌশল
সিলেবাসের
চ্যালেঞ্জ এবং ধৈর্য
জুডিসিয়ারি পরীক্ষার সিলেবাস বেশ
বড়।
এই
সিলেবাস শেষ
করার
সময়
অনেকেই
বিরক্ত
হয়ে
পড়েন
এবং
ধৈর্য
ধরে
রাখা
কঠিন
মনে
হয়।
এটা
শুধু
আপনার
সমস্যা
নয়,
সবারই
একটি
সাধারণ
সমস্যা। তাই
মনোযোগ
দিয়ে
সময়
নিয়ে
পড়ুন।
প্রথমদিকে আপনার
মনে
হতে
পারে
যে
এই
সিলেবাস শেষ
করা
আপনার
পক্ষে
সম্ভব
নয়।
কিন্তু
বিশ্বাস করুন,
যদি
আপনি
প্রতিদিন সময়
নিয়ে
মনোযোগ
দিয়ে
পড়েন,
তাহলে
অবশ্যই
সিলেবাস শেষ
করতে
পারবেন।
মডেল টেস্টের
গুরুত্ব
এখন আপনার প্রথম দায়িত্ব হলো প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির ওপর সীমাবদ্ধ থাকা। যদি পারেন, তাহলে ভালো বই কিনে মডেল টেস্ট দিন। যে বইগুলোতে বিষয়ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক মডেল টেস্ট আছে, সেগুলো কিনে পরীক্ষা দেওয়া শুরু করুন। এতে আপনি বুঝতে পারবেন আপনার প্রস্তুতি কেমন।
প্রিলিমিনারি
পরীক্ষা: সংক্ষিপ্ত প্রস্তুতির ভুল ধারণা
প্রিলিমিনারি পরীক্ষা হলো
আপনাকে
বাদ
দেওয়ার পরীক্ষা। আপনি
বলতে
পারবেন
না
যে
এই
টপিক
থেকে
প্রশ্ন
আসবেই,
এটা
নির্ধারণ করা
প্রায়
অসম্ভব। তাই
সংক্ষিপ্ত আকারে
প্রস্তুতি নিয়ে
প্রিলিমিনারি পাশ
করার
ধারণাটি সঠিক
নয়।
প্রশ্ন
সহজ,
কঠিন
অথবা
কিছু
সহজ
ও
কিছু
কঠিন
হতে
পারে।
আপনার
পক্ষে
আগে
থেকে
এটি
নির্ধারণ করা
সম্ভব
নয়।
তাই
প্রথমেই সংক্ষিপ্ত আকারে
প্রস্তুতি গ্রহণ
করা
সঠিক
পদ্ধতি
নয়।
বাস্তবতা
এবং পরীক্ষকের দৃষ্টিকোণ
একটা উদাহরণ
দিচ্ছি। আপনি
যদি
বিগত
বার
কাউন্সিল পরীক্ষার লিখিত
অংশটি
দেখেন,
তাহলে
বুঝতে
পারবেন
অনেক
নতুন
প্রশ্ন
এসেছে।
অর্থাৎ,
এমন
প্রশ্ন
আসতে
পারে
যা
আপনি
গুরুত্বপূর্ণ নয়
বলে
এড়িয়ে গেছেন।
প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে কোনো
সময়ই
সংক্ষিপ্ত সাজেশন
হয়
না।
পরীক্ষার আগের
দিনগুলোতে কোন
বিষয়গুলোতে জোর
দেবেন,
তার
একটি
সংক্ষিপ্ত তালিকা
থাকতে
পারে।
কিন্তু
কেউ
বলতে
পারবে
না
এই
তালিকার বাইরে
প্রশ্ন
আসবে
না।
কারণ, আমাকে
যদি
জুডিসিয়ারি প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন
করতে
দেওয়া
হয়,
আমি
জানি
আপনারা
কোন
বিষয়গুলো থেকে
প্রশ্ন
আশা
করছেন।
যদি
আমার
ইচ্ছা
হয়,
এমন
জায়গা
থেকে
প্রশ্ন
করব
যেগুলো
সাধারণত আপনারা
গুরুত্ব দেবেন
না,
তাহলে
আমি
খুব
সহজেই
এমন
প্রশ্ন
করতে
পারব।
এটা
কঠিন
কাজ
নয়।
আমি
নিজে
এই
প্রস্তুতি নিয়ে
পরীক্ষা দিয়েছি এবং
প্রায়
সাত
বছর
ধরে
জুডিসিয়ারিতে আছি। জুডিসিয়ারি প্রিপারেশন নিয়ে আমার লেখা
কয়েকটি বই
আছে
এবং
আমি
প্রচুর
লেখালেখি করি
জুডিসিয়ারি প্রিপারেশন নিয়ে।বিভিন্ন ওয়েবসাইটে আমার
লেখাগুলো পাবেন। সুতরাং, জুডিসিয়ারি পরীক্ষার প্রস্তুতির সব
ব্যাপার আমি
জানি।
তাই আপনাকে
প্রশ্ন
করে
আটকানো
কোনো
কঠিন
কাজ
নয়।
এখন
আমার
চেয়েও
বেশি
অভিজ্ঞ
কেউ
যদি
প্রশ্ন
করেন,
তাহলে
ভাবুন
তার
পক্ষে
কঠিন
প্রশ্ন
করা
কতটা
সহজ।
সুতরাং,
বাস্তবতা বিবেচনা করে
প্রস্তুতি নিন।
সব ধরনের প্রশ্নের
জন্য প্রস্তুতি
আপনি পরীক্ষার প্রশ্নগুলো দেখলে
বুঝবেন,
কিছু
প্রশ্ন
থাকে
খুব
সহজ,
কিছু
মাঝারি
এবং
কিছু
থাকে
কঠিন।
সুতরাং,
পরীক্ষায় শুধু
কঠিন
প্রশ্নই পাবেন—এটা যেমন সত্যি
নয়,
তেমনি
প্রশ্ন
যে
পানির
মতো
সহজ
হবে,
এটাও
সত্যি
নয়।
সুতরাং,
আমার
লেখার
মূল
বিষয়
হলো
আপনাকে
একটি
ধারণা
দেওয়া
যে
আপনি
কীভাবে
প্রস্তুতি নেবেন।
Comments
Post a Comment