জুডিসিয়ারি প্রস্তুতি: সময় এখন পড়ার টেবিলে!

 

জুডিসিয়ারি প্রস্তুতি: সময় এখন পড়ার টেবিলে!

১৮ তম জুডিসিয়ারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আর সময় নষ্ট করার সুযোগ নেই। এখন সময়টা সম্পূর্ণভাবে পড়াশোনায় বিনিয়োগ করার। অনেকেরই একটা সাধারণ প্রশ্ন থাকে, “কতক্ষণ পড়া উচিত?” এর উত্তর আসলে এক কথায় দেওয়া অসম্ভব। আপনি দুই ঘণ্টায় যে টপিকটা শেষ করবেন, আপনার বন্ধুর সেটা শেষ করতে কম বা বেশি সময় লাগতেই পারে। কারণ, এই প্রস্তুতির প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত।

 


তবে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরিকতক্ষণ পড়ছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কতটা মনোযোগ দিয়ে পড়ছেন। যদি আপনি ঘন্টার পর ঘন্টা টেবিলে বসেও মনোযোগী না হন, তাহলে সেই সময়টা সম্পূর্ণ বৃথা যাবে। এটা শুধুমাত্র একটা "পন্ডশ্রম" ছাড়া আর কিছু নয়।

এখনো যদি আপনি পড়াশোনার বাইরে অন্য কাজে বেশি সময় ব্যয় করেন, তবে আপনি নিজের সাথে নিজেই প্রতারণা করছেন। এর ফল যে কতটা বেদনাদায়ক হতে পারে, তা আপনি কেবল তখনই বুঝবেন, যখন দেখবেন আপনার জুনিয়রদের চাকরি হচ্ছে আর আপনার হচ্ছে না। সেই পরিস্থিতিটা কতটা কষ্টের, তা কেবল ভুক্তভোগীই জানেন।

 

এখনও সময় আছে! যদি আপনি পড়ার টেবিলে নিজের সম্পূর্ণ সামর্থ্য একাগ্রতা দিয়ে চেষ্টা করেন এবং এর সাথে বাবা-মায়ের দোয়া থাকে, তবে সাফল্য আপনার হবেই। প্রতিটি মুহূর্তকে কাজে লাগান, নিজের প্রতি সৎ থাকুন, এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান। নিশ্চিত থাকুন, পরিশ্রম কখনো বৃথা যায় না। শুভকামনা!

 

Comments

Popular posts from this blog

17th BJS Viva Preparation by Judge Nazmul Hasan.

100 Legal Maxims for 18th BJS Exam and Law Students.

BJS প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার টিপস: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ