BJS পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয় প্রস্তুতি
✨ BJS পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয় প্রস্তুতি ✨
🔷 BJS পরীক্ষায় গণিত ও বিজ্ঞান গুরুত্বপূর্ণ বিষয়। এই Part এ যদি ভালো করেন তবে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবেন। 💪📚
📌 বাস্তব
ঘটনা:
আমি যেদিন 11th BJS এ Math Written পরীক্ষা দেই তার পরের
দিন আমাদের পরীক্ষার হল থেকে ৩০+
ক্যান্ডিডেট পরবর্তী পরীক্ষা গুলো দেননি। 🚫😔
তার কারণ হলো তাদের
Math পরীক্ষা খুব খারাপ হয়েছে
অথবা Math এ ফেল মোটামোটি
নিশ্চিত। ❌📉
সুতরাং, আপনি অবশ্যই গণিত
ও বিজ্ঞান এ ভালো Preparation নিবেন আগে থেকেই। 🧮🔬✅
✔️ এক্ষেত্রে
সহজ উপায় হলো
Previous BCS Written এর
গনিত গুলো Solve করা এবং ৬ষ্ঠ-১০ম শ্রেণী পর্যন্ত
গণিত বই গুলোর কোন
অধ্যায় থেকে BCS এ প্রশ্ন গুলো
এসেছে তা খুঁজে বের
করা। 🔍📖
তাহলে আপনি প্রশ্ন সম্বন্ধে
ভালো একটা ধারণা পাবেন।
💡✨
✳️ এ
কাজ যদি বেশি কঠিন মনে হয় তাহলে বিকল্প একটি উপায় বলছি।
আপনি 34 BCS পর্যন্ত প্রশ্ন প্রথমে Solve করেন। 📝🕵️♂️
জ্যামিতি Part টা বাদ রাখেন এটা পরে পড়বেন। ➖📐
আপনি যখন BCS এর প্রশ্নগুলো Solve করবেন এবং বিভিন্ন শ্রেণীর গণিত বই থেকে প্রশ্ন গুলো খোঁজার চেষ্টা করবেন তখন একইসাথে BJS এর প্রশ্ন গুলো দেখবেন। তাহলে আপনার প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে। 🎯📊
BJS এর
Preliminary পরীক্ষার
জন্য গণিত অংশে ভালো করার জন্য আপনার দরকার হবে একটি BCS Digest। 📚✨
বাজার থেকে Latest Edition এর BCS Digest কিনবেন। 🛒🆕
যদি সময় থাকে তাহলে
BCS Preliminary তে আসা গণিত গুলো
দেখবেন। ⏳👀
আর অবশ্যই BCS Digest থেকে Math Part Solve করার সময় BJS এর
বিভিন্ন সালের Preliminary পরীক্ষায় আসা Math গুলোর Pattern খেয়াল করবেন। 🔄📈
🔴 বিজ্ঞান:
Preliminary পরীক্ষায় বিজ্ঞান অংশে ভালো করার
সহজ উপায় হলো
BCS এর
Previous Preliminarily পরীক্ষার
বিজ্ঞান
অংশের
প্রশ্ন
গুলো ভালো করে Solve করা। 🔬🧪✅
বিজ্ঞান অংশে Written পরীক্ষার জন্য বাজার থেকে
BCS Written এর ২টি গাইড কিনবেন।
📗📘
হাতে সময় থাকলে ৩-৪টি কিনে নিবেন।
📚📚📚
সাথে BCS এর Written কোচিং এর নোট গুলো
সংগ্রহ করবেন, এতে আপনার প্রস্তুতি
সম্পূর্ণ হবে। 📝🎓
✳️ চটকদার
বিজ্ঞাপনের
পিছনে
না ছুটে নিজের প্রয়োজন বুঝে সঠিক প্রস্তুতি নিন। ⚠️🛑
এতে দিন শেষে আপনি
বিজয়ী হবেন ইনশাআল্লাহ্। 🌟🕊️
🧠 আর Math দেখে যদি আপনার
ভয় লাগে তবে এই
রোগের ঔষধ হলো
Math এ
প্রতিদিন
নূন্যতম
১ ঘণ্টা সময় দেওয়া এবং তা অবশ্যই সকালবেলা। ⏰🌅🧮
By:
Comments
Post a Comment