BJS পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয় প্রস্তুতি

  BJS পরীক্ষায় গণিত বিজ্ঞান বিষয় প্রস্তুতি

🔷 BJS পরীক্ষায় গণিত বিজ্ঞান গুরুত্বপূর্ণ বিষয়। এই Part যদি ভালো করেন তবে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবেন। 💪📚

📌 বাস্তব ঘটনা:
আমি যেদিন 11th BJS Math Written পরীক্ষা দেই তার পরের দিন আমাদের পরীক্ষার হল থেকে ৩০+ ক্যান্ডিডেট পরবর্তী পরীক্ষা গুলো দেননি। 🚫😔
তার কারণ হলো তাদের Math পরীক্ষা খুব খারাপ হয়েছে অথবা Math ফেল মোটামোটি নিশ্চিত। ❌📉
সুতরাং, আপনি অবশ্যই গণিত বিজ্ঞান ভালো Preparation নিবেন আগে থেকেই। 🧮🔬✅



✔️ এক্ষেত্রে সহজ উপায় হলো
Previous BCS Written এর গনিত গুলো Solve করা এবং ৬ষ্ঠ-১০ম শ্রেণী পর্যন্ত গণিত বই গুলোর কোন অধ্যায় থেকে BCS প্রশ্ন গুলো এসেছে তা খুঁজে বের করা। 🔍📖
তাহলে আপনি প্রশ্ন সম্বন্ধে ভালো একটা ধারণা পাবেন। 💡✨

✳️ কাজ যদি বেশি কঠিন মনে হয় তাহলে বিকল্প একটি উপায় বলছি।
আপনি 34 BCS পর্যন্ত প্রশ্ন প্রথমে Solve করেন। 📝🕵️‍♂️
জ্যামিতি Part টা বাদ রাখেন এটা পরে পড়বেন। ➖📐

আপনি যখন BCS এর প্রশ্নগুলো Solve করবেন এবং বিভিন্ন শ্রেণীর গণিত বই থেকে প্রশ্ন গুলো খোঁজার চেষ্টা করবেন তখন একইসাথে BJS এর প্রশ্ন গুলো দেখবেন। তাহলে আপনার প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে। 🎯📊

BJS এর Preliminary পরীক্ষার জন্য গণিত অংশে ভালো করার জন্য আপনার দরকার হবে একটি BCS Digest 📚✨
বাজার থেকে Latest Edition এর BCS Digest কিনবেন। 🛒🆕
যদি সময় থাকে তাহলে BCS Preliminary তে আসা গণিত গুলো দেখবেন।👀
আর অবশ্যই BCS Digest থেকে Math Part Solve করার সময় BJS এর বিভিন্ন সালের Preliminary পরীক্ষায় আসা Math গুলোর Pattern খেয়াল করবেন। 🔄📈

🔴 বিজ্ঞান:
Preliminary পরীক্ষায় বিজ্ঞান অংশে ভালো করার সহজ উপায় হলো
BCS এর Previous Preliminarily পরীক্ষার বিজ্ঞান অংশের প্রশ্ন গুলো ভালো করে Solve করা। 🔬🧪

বিজ্ঞান অংশে Written পরীক্ষার জন্য বাজার থেকে BCS Written এর ২টি গাইড কিনবেন। 📗📘
হাতে সময় থাকলে -৪টি কিনে নিবেন। 📚📚📚
সাথে BCS এর Written কোচিং এর নোট গুলো সংগ্রহ করবেন, এতে আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে। 📝🎓

✳️ চটকদার বিজ্ঞাপনের পিছনে না ছুটে নিজের প্রয়োজন বুঝে সঠিক প্রস্তুতি নিন। ⚠️🛑
এতে দিন শেষে আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ্। 🌟🕊

🧠 আর Math দেখে যদি আপনার ভয় লাগে তবে এই রোগের ঔষধ হলো
Math প্রতিদিন নূন্যতম ঘণ্টা সময় দেওয়া এবং তা অবশ্যই সকালবেলা।🌅🧮

By:

নাজমুল হাসান

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১১তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (BJS)(Merit Rank: 7th),Prime Minister Gold Medalist.

 

Comments

Popular posts from this blog

17th BJS Viva Preparation by Judge Nazmul Hasan.

100 Legal Maxims for 18th BJS Exam and Law Students.

BJS প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার টিপস: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ