BJS Preparation Series. (The Code of Civil Procedure, 1908).Topic-Transposition of parties; Simultaneous trial; Analogous trial.

BJS Preparation Series

The Code of Civil Procedure, 1908.

 

Topic: 

1.   Transposition of parties

2.  Simultaneous trial

3.  Analogous trial

ওপরের এই বিষয়গুলো সম্পর্কে The Code of Civil Procedure, 1908  তে কোন সুস্পষ্ট ধারা নেই ।কিন্তু বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে।

Transposition of parties: Section 151 of the Code of Civil Procedure, 1908 এর প্রয়োগের মাধ্যমে Transposition of parties এর আদেশ প্রদান করা যায়। এর মাধ্যমে ন‌্যায় বিচারের স্বার্থে আদালত বিবাদীকে বাদী অথবা বাদীকে বিবাদী শ্রেণীভুক্ত করার আদেশ প্রদান করতে পারেন। 

Simultaneous trial এর ক্ষেত্রে দুটি মামলার পক্ষদের সুবিধার্থে একই তারিখে  শুনানির জন্য দিন ধার্য  করা হয়।কারণ এক্ষেত্রে দেখা যায় ,এক মামলায় যিনি বাদী অন‌্য মামলায় তিনি বিবাদী। তাই সাধারণত একই তারিখ শুনানীর জন‌্য ধার্য করা হয়।  এখানে এক মামলার  সাক্ষ্য প্রমাণ  অন্য মামলায় ব্যবহার করা যায় না।উদাহরণস্বরূপ বলা যায় একটি মামলা নাম্বার ১২ /২০২১  (অপর প্রকার),  অপর একটি মামলার নাম্বার ১৩/২০২১  (অপর প্রকার)  যদি এই দুটি মামলার ক্ষেত্রে Simultaneous trial এর অর্ডার  আদালত দেন তাহলে  ওপরের মামলাগুলো   শুনানির  তারিখ একই দিনে ধার্য হবে।  এরূপ ক্ষেত্রে  এক মামলায় গৃহীত সাক্ষী এবং দাখিলী কাগজ অপর মামলায় ব্যবহার করা যায় না। 

Analogous trial এর ক্ষেত্রে দুটি মামলা একসাথে চলমান থাকে এবং এক মামলায় গৃহীত সাক্ষী এবং দাখিলী কাগজ অন্য মামলায় ব্যবহার করা হয় মূল বিরোধ নিষ্পত্তির জন্য। উদাহরণস্বরূপ বলা যায় একটি মামলা নাম্বার ১২ /২০২০  (অপর প্রকার),  অপর একটি মামলার নাম্বার ১৩/২০২০  (অপর প্রকার)  যদি এই দুটি মামলার Analogous trial এর অর্ডার  আদালত দেন তাহলে  ওপরের যে কোন একটি মামলায় গৃহীত সাক্ষী এবং দাখিলী কাগজ অপর মামলায় ব্যবহৃত হতে পারে এবং এক্ষেত্রে দুই মামলার জন্য রায় হবে একটি।  অর্থাৎ মামলা দুইটা  রায় একটা।এই লাইনটা মনে রাখার একটু চেষ্টা করেন। “Issues involved therein in the Analogous  are the same.” Section 151 of the Code of Civil Procedure, 1908 এর প্রয়োগের মাধ্যমে  Analogous trial এর আদেশ প্রদান করা যায়।


         যদি উপরের বিষয়গুলো প্রথম দেখায় কঠিন মনে হয় তাহলে কয়েকবার বুঝে পড়ার চেষ্টা করুন। তাহলে সহজ মনে হবে। এ বিষয়গুলো কোর্টে খুব কমন । তাই আপনাদের জানা উচিত। সকলের জন্য শুভকামনা।

Comments

Popular posts from this blog

17th BJS Viva Preparation by Judge Nazmul Hasan.

100 Legal Maxims for 18th BJS Exam and Law Students.

BJS প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার টিপস: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ