বিজেএস প্রস্তুতি
প্রশ্ন: নিচের ঘটনা গুলোর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর অধীন কত ধারার অপরাধ সংঘটিত হয়েছে এবং সে ক্ষেত্রে সাজার পরিমাণ কি হবে তা উল্লেখ করুন।
A. ‘ক’ ‘খ’ এর অনুপস্থিতিতে তার বাড়িতে আসে এবং ‘ক’ ‘খ’ এর মেয়ে ‘গ’এর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বাড়ি থেকে চলে যায় ।
B. ‘ক’ এর মেয়ে ‘খ’ একজন বুদ্ধি প্রতিবন্ধী। সে তার নানীর কাছে থাকে। ঘটনার দিন আসামি ‘গ’ দেখতে পায় যে, ‘খ’ এর নানী বাড়িতে নেই। এই সুযোগে ‘গ’ ‘খ’ এর বাড়িতে প্রবেশ করে। ‘খ’ কে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে সে তার মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
C. ‘ক’ এর প্রতিবন্ধী মেয়ে ‘গ’ কে ‘খ’ জাপটে ধরে পড়নের কাপড় টানা-হেঁচড়া করে জোরপূর্বক ‘গ’ এর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে।
D. ‘ক’ এর অনুপস্থিতিতে তার নাবালক কন্যা ‘খ’কে ‘গ’ তার ইচ্ছার বিরুদ্ধে পড়নের কাপড় চোপড় খুলে জোরপূর্ব ধর্ষণ করে।
উত্তর:
A. ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০।সাজা: মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন
সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড।
B. ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০।সাজা: মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন
সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড।
C. ধারা-৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০। সাজা: অনধিক দশ বৎসর কিন্তু অন্যূন পাঁচ বৎসর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড।
D. ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০।সাজা: মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন
সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড।
By:
Nazmul Hasan
Senior Judicial Magistrate
11th BJS (7th in Merit List)
🏆 Prime Minister’s Gold Medalist (2017)
🏅 Agrani Bank Academic Gold Medalist (2023)
Author’s E-book: A Guide
to Excelling in the 18th BJS Exam
Nazmul Hasan is also the author of the e-book "Comprehensive Strategy for Excelling in
the 18th Bangladesh Judicial Service Examination". This pioneering work is the first-ever e-book
in Bangladesh dedicated to BJS exam preparation. The book has been widely
praised and attracted a large number of candidates, providing them with
effective strategies, valuable insights, and a structured approach to excel in
the challenging BJS examination.
Comments
Post a Comment