ধারা-৫৬:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
( ২০১৮ সনের ৬৩ নং আইন )
ষষ্ঠ অধ্যায়
মাদকদ্রব্য অপরাধের বিচার
ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা, ইত্যাদির সাক্ষ্য মূল্য
৫৬। Evidence Act,
1872 (Act No.I of 1872) তে যাহা কিছুই থাকুক না কেন,
কোনো ব্যক্তি বা তদন্তকারী সংস্থার কোনো সদস্য বা অন্য কোনো ব্যক্তি কোনো মাদকদ্রব্য অপরাধ বা ক্ষতি সংঘটন বা সংঘটনের প্রস্তুতি গ্রহণ বা উহা সংঘটনে সহায়তা সংক্রান্ত কোনো ঘটনার ভিডিও বা স্থিরচিত্র ধারণ বা গ্রহণ করিলে বা কোনো কথাবার্তা বা আলাপ-আলোচনা টেপ রেকর্ড বা ডিস্কে ধারণ করিলে উক্ত ভিডিও,
স্থিরচিত্র,
টেপ বা ডিস্ক উক্ত অপরাধ বা ক্ষতি সংশ্লিষ্ট মামলা বিচারের সময় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে।
Comments
Post a Comment