ধারা-১১:(মামলা, ইত্যাদি দায়েরে বাধা-নিষেধ)বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১
বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১
( ২০২১ সনের ২৪ নং আইন )
মামলা, ইত্যাদি দায়েরে বাধা-নিষেধ
১১। এই আইনের কোনো
বিধানের অধীন কৃত বা অভিপ্রেত কোনো কিছু সম্পর্কে বাহিনীর কোনো কর্মকর্তার বিরুদ্ধে,
সরকারের লিখিত পূর্বানুমোদন ব্যতীত, কোনো ফৌজদারি, দেওয়ানি বা অন্য কোনো মামলা বা আইনগত
কার্যধারা দায়ের করা যাইবে না।
Comments
Post a Comment