ধারা-১৩:(সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত (instigation) করিবার শাস্তি):সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯
সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯
( ২০০৯ সনের ১৬ নং আইন )
দ্বিতীয় অধ্যায়
অপরাধ ও দণ্ড
সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত (instigation) করিবার শাস্তি
১৩। যদি কোন ব্যক্তি তাহার কর্মকাণ্ড অথবা অংশ গ্রহণের মাধ্যমে কোন দলিল প্রস্তুত বা বিতরণ করেন,
অথবা কোন মুদ্রণ বা ইলেকট্রনিক বা অন্য যে কোন মাধ্যমে কোন তথ্য সম্প্রচার করিয়া,
অথবা কোন সরঞ্জাম,
সহায়তা বা প্রযুক্তি বা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কোন ব্যক্তি বা সত্তাকে এইরূপ অবগত থাকিয়া সহায়তা প্রদান করেন যে,
উক্ত দলিল,
সরঞ্জাম,
সহায়তা বা প্রযুক্তি বা প্রশিক্ষণ এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনের কাজে ব্যবহৃত হইবে বা উক্ত ব্যক্তি বা সত্তা উহাদের অনুরূপ অপরাধ সংগঠনের প্রচেষ্টায় ব্যবহার করিবে,
তাহা হইলে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত করিয়াছেন বলিয়া গণ্য হইবেন;
এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির দুই তৃতীয়াংশ মেয়াদের কারাদণ্ডে, অথবা অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে তাহাকে দণ্ডিত করা যাইবে; এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহা হইলে অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব চৌদ্দ বৎসরের কারাদণ্ড হইবে, কিন্তু উহা ৪ (চার) বৎসরের কম হইবে না।
Comments
Post a Comment