ধারা-৪৫(অপরাধের পুনঃসংঘটনের দণ্ড):বয়লার আইন, ২০২২
বয়লার আইন, ২০২২
( ২০২২ সনের ০৬ নং আইন )
নবম অধ্যায়
অপরাধ ও দণ্ড
অপরাধের পুনঃসংঘটনের দণ্ড
৪৫। কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হইবার পর পুনরায় একই অপরাধ সংঘটন করিলে তিনি উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হইবেন।
Comments
Post a Comment