আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা:ধারা-০৩:আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০
আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০
( ২০২০ সনের ১১ নং আইন )
আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা
৩। (১) ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন,
যে কোনো আদালত,
এই আইনের ধারা ৫ এর অধীন জারীকৃত প্রাকটিস নির্দেশনা
(বিশেষ বা সাধারণ)
সাপেক্ষে,
অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেক্ট্রনিক পদ্ধতিতে বিচারপ্রার্থী পক্ষগণ বা তাহাদের আইনজীবী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তি বা সাক্ষীগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিতক্রমে যে কোনো মামলার বিচার
(trial), বিচারিক অনুসন্ধান
(inquiry), বা দরখাস্ত বা আপিল শুনানি,
বা সাক্ষ্য
(evidence) গ্রহণ, বা যুক্তিতর্ক
(argument) গ্রহণ, বা আদেশ
(order) বা রায়
(judgment) প্রদান করিতে পারিবে।
(২)
উপ-ধারা
(১)
এর অধীন অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেক্ট্রনিক পদ্ধতিতে বিচারপ্রার্থী পক্ষগণ বা তাহাদের আইনজীবী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তি বা সাক্ষীগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করা ব্যতীত অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি বা ক্ষেত্রমত,
দেওয়ানি কার্যবিধি অনুসরণ করিতে হইবে।
Comments
Post a Comment