ধারা-০৪:(পরিবেশ আদালত প্রতিষ্ঠা)পরিবেশ আদালত আইন, ২০১০
পরিবেশ আদালত আইন, ২০১০
( ২০১০ সনের ৫৬ নং আইন )
পরিবেশ আদালত প্রতিষ্ঠা
৪। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে সরকার,
সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,
প্রত্যেক জেলায় এক বা একাধিক পরিবেশ আদালত প্রতিষ্ঠা করিতে পারিবে।
(২) একজন বিচারক সমন্বয়ে পরিবেশ আদালত গঠিত হইবে এবং সরকার,
সুপ্রীম কোর্টের সহিত পরামর্শক্রমে,
যুগ্ম-জেলা জজ পর্যায়ের একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে উক্ত আদালতের বিচারক নিযুক্ত করিবে এবং উক্ত বিচারক তাহার সাধারণ এখতিয়ারভুক্ত মামলা ছাড়াও পরিবেশ আদালতের এখতিয়ারভুক্ত মামলাসমূহের বিচার করিবেন।
(৩) প্রত্যেক পরিবেশ আদালত জেলা সদরে অবস্থিত থাকিবেঃ
তবে সরকার প্রয়োজন মনে করিলে সরকারী গেজেটে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা,
উক্ত আদালতের বিচারকার্যের স্থানসমূহ প্রশাসনিক জেলার যে কোন স্থানে নির্ধারণ করিতে পারিবে।
(৪) কোন জেলায় একাধিক পরিবেশ আদালত স্থাপিত হইলে সরকার,
সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,
প্রত্যেক পরিবেশ আদালতের জন্য এলাকা নির্ধারণ করিয়া দিবে।
Comments
Post a Comment