ধারা-১১(অপরাধ ও দণ্ড) : কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন, ২০১৮
কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন, ২০১৮
( ২০১৮ সনের ৫ নং আইন )
অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার
১১। (১) কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ব্যতীত,
কোন আদালত এই আইনের অধীন কোন মামলা বিচারার্থ গ্রহণ করিবে না।
(২) এই আইনের অধীন সংঘটিত অপরাধের বিচার এবং কার্যধারা গ্রহণের ক্ষেত্রে Code of Criminal Procedure, 1898 (Act
No. V of 1898) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।
Comments
Post a Comment