ধারা-১০:(স্পেশাল জজ এর বিশেষ এখতিয়ার)-মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২
( ২০১২ সনের ৫ নং আইন )
স্পেশাল জজ এর বিশেষ এখতিয়ার
১০। (১) স্পেশাল জজ এই আইনের অধীন অপরাধের জন্য নির্ধারিত দণ্ড আরোপ এবং ক্ষেত্রমত,
অধিকতর তদন্ত,
সম্পত্তি অবরুদ্ধকরণ,
ক্রোক,
বাজেয়াপ্তকরণ আদেশসহ আবশ্যক অন্য কোন আদেশ প্রদান করিতে পারিবেন।
(২) স্পেশাল জজ এই আইনের অধীন দায়েরকৃত কোন মামলায় অধিকতর তদন্তের আদেশ প্রদান করিলে উক্তরূপ আদেশে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একটি সময়সীমা নির্দিষ্ট করিয়া দিবেন,
যাহা ৬ (ছয়) মাসের অধিক হইবে না।
Comments
Post a Comment