ধারা-২৪( বিচারকার্য সম্পন্নের সময়সীমা):মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২
( ২০১২ সনের ৩ নং আইন )
মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং অপরাধের বিচার
বিচারকার্য সম্পন্নের সময়সীমা
২৪। (১) এই আইনের অধীন সংঘটিত কোন অপরাধের অভিযোগ গঠনের ১৮০ (একশত আশি) কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল বিচারকার্য সম্পন্ন করিবে।
(২) উপ-ধারা
(১)
এর বিধান সত্ত্বেও,
উক্ত সময়সীমার মধ্যে বিচারকার্য সম্পন্ন করিতে ব্যর্থতা বিচারকার্যকে বাতিল করিবে না,
কিন্তু,
ট্রাইব্যুনাল উক্ত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করিতে সমর্থ না হইবার কারণ ব্যাখ্যা করিয়া ১০ (দশ) কার্যদিবসের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতিবেদন প্রেরণ করিবে।
Comments
Post a Comment