ধারা-১৩:(জামিন সংক্রান্ত বিধান)-মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২
( ২০১২ সনের ৫ নং আইন )
জামিন সংক্রান্ত বিধান
১৩। এই আইনের অধীন অভিযুক্ত কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাইবে,
যদি—
(ক) তাহাকে জামিনে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানীর সুযোগ দেওয়া হয়;
এবং
(খ) তাহার বিরুদ্ধে আনীত অভিযোগে তিনি দোষী সাব্যস্থ হওয়ার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে মর্মে আদালত সন্তুষ্ট না হন;
অথবা
(গ) তিনি নারী,
শিশু বা শারীরিকভাবে বিকলাঙ্গ এবং তাহাকে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হইবে না মর্মে আদালত সন্তুষ্ট হন।
Comments
Post a Comment