ধারা-৩৬(ধারা ৯ এর বিধান লঙ্ঘনের দণ্ড):বয়লার আইন, ২০২২
বয়লার আইন, ২০২২
( ২০২২ সনের ০৬ নং আইন )
নবম অধ্যায়
অপরাধ ও দণ্ড
ধারা ৯ এর বিধান লঙ্ঘনের দণ্ড
৩৬ যদি কোনো ব্যক্তি ধারা ৯ এর উপধারা (১) লঙ্ঘন করিয়া বয়লার পরিচালনা লাইসেন্স ব্যতীত কোনো বয়লার পরিচালনা করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
Comments
Post a Comment