ধারা-৪৮(অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা):বয়লার আইন, ২০২২
বয়লার আইন, ২০২২
( ২০২২ সনের ০৬ নং আইন )
দশম অধ্যায়
অপরাধের বিচার, ইত্যাদি
অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা
৪৮। ফৌজদারি কার্যবিধির
section 32 এ যাহা কিছুই থাকুক না কেন,
প্রথম শ্রেনির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আইনের ধারা ৩৬,
৩৭,
৩৮,
৩৯,
৪০,
৪১,
৪২,
৪৩,
৪৪,
৪৫ ও ৪৬ এ উল্লিখিত পরিমাণ অর্থদণ্ড আরোপ করিতে পারিবেন।
Comments
Post a Comment