ধারা-১৬(ফৌজদারি ব্যবস্থা গ্রহণ)-হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১
হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১
( ২০২১ সনের ০৯ নং আইন )
ফৌজদারি ব্যবস্থা গ্রহণ
১৬। (১) এই আইনের অন্যান্য বিধানাবলিতে যাহা কিছুই থাকুক না কেন, কোনো এজেন্সির স্বত্বাধিকারী, অংশীদার, পরিচালক বা উহাতে কর্মরত অন্য কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত ফৌজদারি অপরাধের দায়ে তাহার বিরুদ্ধে আইনগত কার্যধারা গ্রহণ করা যাইবে।
(২) কোনো এজেন্সির স্বত্বাধিকারী, অংশীদার, পরিচালক বা উহাতে কর্মরত অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যধারা গ্রহণ করা সত্ত্বেও তাহার বা তাহাদের বিরুদ্ধে এই আইনের অধীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে কোনো বাধা থাকিবে না।
Comments
Post a Comment