ধারা-০৫:(স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত প্রতিষ্ঠা)পরিবেশ আদালত আইন, ২০১০
পরিবেশ আদালত আইন, ২০১০
( ২০১০ সনের ৫৬ নং আইন )
স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত প্রতিষ্ঠা
৫। (১)
এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে সরকার,
সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,
প্রত্যেক জেলায় এক বা একাধিক স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত প্রতিষ্ঠা করিতে পারিবে।
(২)
পরিবেশ আইনে বর্ণিত সকল অপরাধের মামলা বিচারের জন্য সরকার,
সুপ্রীম কোর্টের সহিত পরামর্শক্রমে,
কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকে কোন নির্দিষ্ট এলাকার জন্য এককভাবে বা তাহার সাধারণ দায়িত্বের অতিরিক্ত হিসাবে স্পেশাল ম্যাজিষ্ট্রেটরূপে নিয়োগ দান করিতে পারিবে।
Comments
Post a Comment