ধারা-৫৮(অপরাধের বিচার): ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮
( ২০১৮ সনের ৫৬ নং আইন )
অপরাধের বিচার
৫৮। (১)
ফৌজদারী কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন,
এই আইনের অধীন অপরাধসমূহ,
উপ-ধারা
(২)
এর বিধান সাপেক্ষে,
প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত বা, ক্ষেত্রমত, মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, কর্তৃক বিচার্য হইবে।
(২)
এই আইনের অধীন অপরাধ পুনঃসংঘটনের ক্ষেত্রে উহার বিচার,
ক্ষেত্রমত,
ফৌজদারী কার্যবিধির অধীন দায়রা আদালত কর্তৃক বিচার্য হইবে।
Comments
Post a Comment