ধারা-১১:-পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২
( ২০১২ সনের ৯ নং আইন )
বিচার পদ্ধতি
১১। এই আইনের অধীন সংঘটিত অপরাধের বিচার ফৌজদারী কার্যবিধিতে বর্ণিত পদ্ধতি অনুযায়ী হইবেঃ
তবে শর্ত থাকে যে,
সরকার,
সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা,
কোন বিশেষ আদালত বা ট্রাইব্যুনালকে এই আইনের অধীন সংঘটিত অপরাধের বিচার করিবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে।
Comments
Post a Comment