ধারা-২৩(ট্রাইব্যুনালের অধিকতর তদন্ত সংক্রান্ত ক্ষমতা ):মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২
( ২০১২ সনের ৩ নং আইন )
মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং অপরাধের বিচার
ট্রাইব্যুনালের অধিকতর তদন্ত সংক্রান্ত ক্ষমতা
২৩। ট্রাইব্যুনাল কোন ব্যক্তির আবেদনক্রমে অথবা স্বীয় ক্ষমতায় কোন মামলার অধিকতর তদন্তের এবং তদকতৃর্ক নির্দিষ্টকৃত সময়ের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করিতে আদেশ প্রদান করিতে পারিবে।
Comments
Post a Comment