ধারা-৪০(ধারা ২২ এর বিধান লঙ্ঘনের দণ্ড):বয়লার আইন, ২০২২
বয়লার আইন, ২০২২
( ২০২২ সনের ০৬ নং আইন )
নবম অধ্যায়
অপরাধ ও দণ্ড
ধারা ২২ এর বিধান লঙ্ঘনের দণ্ড
৪০। যদি কোনো ব্যক্তি ধারা ২২ এর উপধারা (১) এর দফা (গ) ও (ঘ)
লঙ্ঘন করিয়া বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কিত বা সংযোজিত নিবন্ধন
নম্বর অপসারণ, পরিবর্তন বা বিকৃত করেন বা এই আইনের অধীন বরাদ্দ করা হয় নাই এইরূপ কোনো নিবন্ধন নম্বর বয়লারের গায়ে প্রতারাণমূলকভাবে
অঙ্কিত বা সংযোজন করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং
তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ
টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

Comments
Post a Comment