মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে জামিন সংক্রান্ত বিধান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
( ২০১৮ সনের ৬৩ নং আইন
)
জামিন সংক্রান্ত বিধান
৪৭৷
(১) এই আইনের অন্যান্য
বিধান সাপেক্ষে, অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে
মুক্তি প্রদান করা হইবে না,
যদি-
(ক)
তাহাকে মুক্তি প্রদানের আবেদনের উপর রাষ্ট্র বা,
ক্ষেত্রমত, অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ প্রদান করা না হয়;
এবং
(খ)
তাহার বিরুদ্ধে আনীত অভিযোগে তিনি
দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসংগত কারণ রহিয়াছে মর্মে এখতিয়ারসম্পন্ন আদালত সন্তুষ্ট হন; অথবা
(গ)
তিনি নারী বা শিশু
অথবা শারীরিকভাবে বিকলাঙ্গ না হন এবং
তাহাকে জামিনে মুক্তি প্রদানের কারণে ন্যায়বিচার বিঘ্নিত হইবে না মর্মে এখতিয়ারসম্পন্ন আদালত সন্তুষ্ট না হয়।
(২)
কোনো মাদকদ্রব্য অপরাধের তদন্ত সমাপ্তির পর, তদন্ত প্রতিবেদন
বা সেই সূত্রে প্রাপ্ত
অন্যান্য তথ্যের ভিত্তিতে যদি এখতিয়ারসম্পন্ন আদালত বা, ক্ষেত্রমত, আপিল
আদালত এই মর্মে সন্তুষ্ট
হয় যে, কোনো ব্যক্তি
উক্ত অপরাধের সহিত জড়িত নহেন
বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ রহিয়াছে, তাহা
হইলে এখতিয়ারসম্পন্ন আদালত বা আপিল আদালত
সংশ্লিষ্ট তথ্য ও কারণ
উল্লেখপূর্বক উক্ত ব্যক্তিকে জামিনে
মুক্তির আদেশ প্রদান করিতে
পারিবে।
Comments
Post a Comment