ধারা-৩৯(তদন্ত, ইত্যাদি) : ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮
( ২০১৮ সনের ৪৬ নং আইন )
সপ্তম অধ্যায়
অপরাধের তদন্ত ও বিচার
তদন্ত, ইত্যাদি
৩৯।
(১)
পুলিশ অফিসার,
অতঃপর এই অধ্যায়ে তদন্তকারি অফিসার বলিয়া উল্লিখিত,
এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ তদন্ত করিবেন।
(২)
উপ-ধারা
(১)
এ যাহা কিছুই থাকুক না কেন,
কোনো মামলার প্রারম্ভে বা তদন্তের যে কোনো পর্যায়ে যদি প্রতীয়মান হয় যে,
উক্ত মামলার সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত দল গঠন করা প্রয়োজন,
তাহা হইলে ট্রাইব্যুনাল বা সরকার আদেশ দ্বারা,
উক্ত আদেশে উল্লিখিত কর্তৃপক্ষ বা সংস্থার নিয়ন্ত্রণে এবং শর্তে,
তদন্তকারি সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী এবং এজেন্সি এর সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল গঠন করিতে পারিবে।
Comments
Post a Comment