ধারা-১৩(অপরাধের বিচার)- হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩
হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩
( ২০২৩ সনের ১০ নং আইন )
অপরাধের বিচার
১৩। (১)
এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে।
(২)
এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে,
ইহার অধীন সংঘটিত অপরাধের অভিযোগ তদন্ত,
আপিল ও বিচার সংক্রান্ত অন্যান্য বিষয়ে ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হইবে।
Comments
Post a Comment