ধারা:৪৫-(ফৌজদারি কার্যবিধির প্রয়োগ)-মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২
মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২
( ২০২২ সনের ০৭ নং আইন )
ষষ্ঠ অধ্যায়
অপরাধ ও দণ্ড
ফৌজদারি কার্যবিধির প্রয়োগ
৪৫। এই আইনের অধীন অপরাধের তদন্ত,
বিচার,
আপিল এবং অন্যান্য বিষয়ে ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হইবে।
Comments
Post a Comment