ধারা-৪৮(অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি) : ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮
( ২০১৮ সনের ৪৬ নং আইন )
সপ্তম অধ্যায়
অপরাধের তদন্ত ও বিচার
অপরাধ বিচারার্থ গ্রহণ, ইত্যাদি
৪৮। (১)
ফৌজদারি কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন,
পুলিশ অফিসার লিখিত রিপোর্ট ব্যতীত ট্রাইব্যুনাল কোনো অপরাধ বিচারার্থ গ্রহণ
(cognizance) করিবে না।
(২)
ট্রাইব্যুনাল এই আইনের অধীন অপরাধের বিচারকালে দায়রা আদালতে বিচারের জন্য ফৌজদারি কার্যবিধির অধ্যায় ২৩ এ বর্ণিত পদ্ধতি,
এই আইনের বিধানাবলির সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে,
অনুসরণ করিবে।
Comments
Post a Comment