সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর অধীনে অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা
সড়ক পরিবহণ আইন, ২০১৮
( ২০১৮ সনের ৪৭ নং আইন )
অপরাধের আমলযোগ্যতা,
জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা
১১৭। (১) Code of Criminal Procedure, 1898 (Act
No. V of 1898) এ ভিন্নতর
কোনো কিছু না থাকিলে,-
(ক) এই আইন বা তদধীন প্রণীত
বিধির অধীন সংঘটিত সকল অপরাধ আমলযোগ্য (cognizable) হইবে, যদি উক্তরূপ অপরাধ সংঘটন সম্পর্কে সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট
পদমর্যাদার নিম্নে
নহেন এমন কোনো পুলিশ অফিসার,
বা কর্তৃপক্ষ
কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তি
যথাযথ এখতিয়ার
সম্পন্ন আদালতকে
অবহিত করেন;
(খ) এই আইনের ধারা ৮৪, ৯৮ ও ১০৫ এর অধীন সংঘটিত অপরাধসমূহ
ব্যতীত অন্যান্য
অপরাধসমূহ জামিনযোগ্য
(bailable) হইবে; এবং
(গ) এই আইনের ধারা ৬৬, ৭২, ৭৫, ৮৭, ৮৯ এবং ৯২ এর অধীন সংঘটিত অপরাধসমূহ
আপোষযোগ্য (compoundable) হইবে।
(২) আঞ্চলিক এখতিয়ারসম্পন্ন কোনো জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট, কর্তৃপক্ষ
কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী
বা অন্যূন
অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অব পুলিশ বা সম-মর্যাদাসম্পন্ন কোনো পুলিশ অফিসার এই আইনের অধীন আপোষযোগ্য অপরাধসমূহ
আপোষ-মীমাংসা
করিতে পারিবেন।
Comments
Post a Comment