Focused Preparation for BJS Exam

Focused Preparation for BJS Exam

The Specific Relief Act 1877 আইনের ধারা- ৩১, ৩৫, ৩৯ থেকে Problematic question পরীক্ষায় আসতে পারে। ধারাগুলো থেকে বিগত বছরগুলোতে যে Problematic question গুলো এসেছে সেগুলো ভালো করে বুঝে সলভ করুন। যদি নিজে না বুঝতে পারেন তাহলে সহায়ক বই থেকে তার উত্তর খুঁজে বের করুন। তাহলে আপনি বুঝতে পারবেন ধারা গুলো থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। 📚

আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই Problematic question এর উত্তর দেওয়া আপনার জন্য কঠিন হবে। সুতরাং বুঝেশুনে সময় নিয়ে পড়ুন,এতে একটু কষ্ট হবে কিন্তু আপনার ফলাফল অত্যন্ত ভালো হবে। 💪



মূল কথা হলো- সাফল্যের ক্ষেত্রে সংক্ষিপ্ত কোন পথ নেই। আপনাকে একটু কষ্ট স্বীকার করে নিতেই হবে। যদি এর প্রমাণ পেতে চান তাহলে আজকের বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রশ্নটি দেখতে পারেন। যারা জেনে বুঝে একটু সময় নিয়ে কষ্ট করে পড়েছেন তারাই ভালো করবেন। এবং তাদের পরীক্ষা ভালো হয়েছে। আর যারা এই সাজেশন সাজেশন এর পিছনে দৌড়ে নিজের মূল্যবান সময় নষ্ট করেছেন তাদের জন্য বিষয়টি অনেক কষ্টের। কিন্তু বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। সুতরাং নিজের ভালো বুঝে প্রস্তুতি নিন; একটু কষ্ট হবে কিন্তু শেষ বিজয়ের হাসি আপনিই হাসবেন ইনশাল্লাহ। 🌟

#BJSPreliminary #LegalPreparation #CriminalProcedure #ExamTips #BJSExam #StudyTips #LegalStudy #CriminalLaw #BJS #PreliminarySuccess #ExamStrategy #BJSCandidates #LawPreparation #BJS2025 #StudySmart #ExamReady #BJSExamTips #JudgeNazmulHasan #EbookOnBJS

Comments

Popular posts from this blog

17th BJS Viva Preparation by Judge Nazmul Hasan.

100 Legal Maxims for 18th BJS Exam and Law Students.

BJS প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার টিপস: প্রত্যেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ