১৮তম বিজিএস লিখিত পরীক্ষার (BJS Written Exam) জন্য চূড়ান্ত টিপচ: পার্ট-০১
১৮তম বিজিএস লিখিত পরীক্ষার (BJS Written Exam) জন্য চূড়ান্ত টিপচ পার্ট-০১ আপনাকে পুরো বিজিএস পরীক্ষা জুড়েই , বিশেষ করে লিখিত পরীক্ষার সময় , অত্যন্ত ধৈর্যশীল থাকতে হবে। আপনাকে কোনো বিরতি ছাড়াই একাধিক লিখিত পরীক্ষায় বসতে হবে , এবং এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি ২০ ঘণ্টারও কম সময় পাবেন। এই স্বল্প সময়ের মধ্যে , পরবর্তী পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হতে হলে আপনাকে নিজের ঘুম , খাবার এবং রিভিশন এর সঠিক ব্যবস্থা করতে হবে। এর অর্থ হলো , লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগেই আপনাকে আপনার সম্পূর্ণ বিজিএস সিলেবাসটি পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করতে হবে এবং প্রতিটি বিষয়ে আত্মবিশ্বাসী থাকতে হবে , শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কিছু ফেলে রাখা চলবে না । আপনি যদি এই পরীক্ষাকে গুরুত্ব সহকারে নেন , তবে পরীক্ষার এই সময়কালটি আপনার জীবনের অন্যতম ব্যস্ততম সময় হবে। এমনকি এই ব্যস্ত সময়সূচীর কারণে আপনার পরিবারের সাথে যোগাযোগ করাও কঠিন হতে পারে। বিজেএস (...